আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় রিপ্রেজেন্টেটিভ নিহত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে ট্রাকের ধাক্কায় ফজলুল রহমান (৩৭) নামের স্কয়ার ঔষধ কোম্পানীর সেলস রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে। সে কুড়িগ্রাম জেলার বাসিন্দা। নওগাঁর রানীনগর এলাকায় কর্মরত ছিল বলে জানাগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্গটনা ঘটে। পুলিশ ট্রাকসহ চালক সোহানকে আটক করেছে।

জানাযায়, আজ বৃহস্পতিবার বিকেলে স্কয়ার ঔষধ কোম্পানীর সেলস রিপ্রেজেন্টেটিভ বিক্রি প্রতিনিধি ফজলুল রহমান নওগাঁর রানীনগর কাজ শেষে মোটরসাইকেল যোগে আদমদীঘি অভিমুখে আসছিল।

সন্ধ্যা সাড়ে ৭ টায় সে আদমদীঘির ইন্দইল নামকস্থানে পৌঁছিলে পিছন থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২০-৫৮৩১ নম্বরের কাঁচা মাল বোঝাই একটি ট্রাক ফজলুল রহমানকে ধাক্কা দিয়ে পালায়।

ট্রাকটি আদমদীঘি বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় পুলিশ ওস্থানীয়রা ব্যারিকেট দিয়ে ট্রাকসহ চালক সোহান (২৫)কে আটক করে।

এদিকে গুরুত্বর আহত ফজলুল রহমানকে জনতা উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টায় মারা যায়।

থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.