আদমদীঘিতে জুয়া খেলার সময় ৪ জুয়াড়ি গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় নগদ টাকা ও সরঞ্জামসহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২২ মে) দুপুরে পুলিশ উপজেলার কড়ই শ্মশান ঘাটে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির বশিকোড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মুনছুর আলী (৪৫), একই গ্রামের আফছার আলীর ছেলে জাহাঙ্গীর (৪২), হলুদঘর গ্রামের হামিদ আকন্দের ছেলে আব্দুর রহমান (৬৫) ও কড়ই গ্রামের বুলু প্রামানিকের ছেলে হান্নান (৩০)।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফজলুল হক বিটিসি নিউজকে জানান, আজ শনিবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই বাজারের নিকট শ্মশান ঘাটে সরকারি সন্দালের পুকুরপাড়ে ১৪/১৫জন তাসের মাধ্যমে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত চার পেশাদারি জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ১০ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.