নাটোরের নলডাঙ্গায় খাল পুনঃখননের কার্যক্রম পরিদর্শন করেছেন এমপি শিমুল

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখননের কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আজ শনিবার দুপুরে তিনি এই পুনঃখনন কাজ পরিদর্শন করেন।
পরে তিনি খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভায় অংশ নেন।
এসময় শফিকুল ইসলাম শিমুল বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে খোলাবাড়িয়া থেকে ত্রিমোহনী পর্যন্ত মোট ২৫ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। এর ফলে প্রায় দেড় হাজার হেক্টর জমির প্রায় তিন হাজার কৃষক পরিবার সেচ সুবিধার আওতায় আসবে।
অনুষ্ঠানে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জান মনির, সহকারী প্রকৌশলী আসানুল করিম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মতিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.