আদমদীঘিতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ৫৪জন পুরুষ ও নারী গ্রাম পুলিশ পেলেন মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল। আজ মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশদের মাঝে এই বাইসাইকেল সমূহ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম মন্টু প্রমূখ নেতৃবর্গ।
বিতরণ কালে প্রধান অতিথি সিরাজুল ইসলাম খান রাজু বলেন, বর্তমান সরকার গ্রাম পর্যায়ে আইনশৃংখলা আরো বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহতি উদ্যোগ নিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.