আদমদীঘিতে কৃষকের মাঝে ভুর্তুকিতে কম্বাইন হার্ভেস্টার বিতরণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় সরকারি ৫০% ভুর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০৮ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত¡রে কম্বাইন হার্ভেস্টার এর প্রতীকী চাবি নশরতপুর ইউনিয়নের মুরইল সরদারপাড়া গ্রামের কৃষক আব্দুল জোব্বার মন্ডলের হাতে তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, ওসি জালাল উদ্দীন, কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়, আদুরী তমা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, শহিদুল ইসলাম প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.