আদমদীঘিতে দেয়াল চাপা পড়ে মিস্ত্রী নিহত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঘরের টিনের চালা নির্মানের সময় দেয়াল ভেঙ্গে চাপা পড়ে মজিবর রহমান (৫৫) নামের এক টিনের ছাউনি নির্মান মিস্ত্রী নিহত হয়েছেন।
গতকাল রোববার দুপুরে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে জনৈক সেবক কুন্ডুর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান একই ইউনিয়নের মাতাপুর গ্রামের রকিম উদ্দিন সরদারের ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক রকিব হোসেন জানায়, গত শনিবার দুপুরে মজিবর রহমান নামের টিনের ছাউনি নির্মান মিস্ত্রী উপজেলার কাঞ্চনপুর গ্রামের জনৈক সেবক কুন্ডুর বাড়ির মাটির দেয়ালের উপড় টিনের চালা নির্মানের কাজ করছিল। এসময় আকষ্মিক ভাবে মাটির দেয়াল ভেঙ্গে পড়ে। এতে মিস্ত্রী মজিবর রহমান দেয়ালের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়ায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.