আটোয়ারী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন রাধানগর গ্রামের রহিমা খাতুন।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের অফিস কক্ষে আনুষ্ঠানিক ভাবে অক্সিজেন কনসেনট্রেটর উপহার হিসেবে প্রদান করেন উপজেলার রাধানগর গ্রামের মরহুম অধ্যাপক আবু ইয়াসিন-এর সহধর্মিনী রহিমা খাতুনের পক্ষে তারই কন্যা মানবকল্যাণ পরিষদ,ঠাকুরগাঁওয়ের গবেষনা কর্মকর্তা রাকিবা ইয়াসমিন।
অক্সিজেন কনসেনট্রেটর গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা.মোঃ সইফুজ্জামান বিপ্লব,ডা.সানোয়ার হোসেন সাধন,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল সহ সংবাদকর্মীগণ।
রাকিবা ইয়াসমিন বলেন, করোনা রোগী সহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় সহযোগিতা হিসেবে মা রহিমা খাতুনের পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর উপহার হিসেবে প্রদান করা হলো।
তিনি তার মরহুম পিতা অধ্যাপক আবু ইয়াসিন সহ পরিবারের প্রতি সবার কাছে দোয়া কামনা করেন।
ডা.হুমায়ুন কবীর বলেন, অক্সিজেন কনসেনট্রেটরটি চলমান করোনা সংক্রমনে উপজেলাবাসীর চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। তিনি অক্সিজেন কনসেনট্রেটর উপহার দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.