আটোয়ারীর বলরামপুর ইউনিয়নে ১৮ বছর পর নির্বাচন! নৌকার প্রার্থী বিজয়ী


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫নং বলরামপুর ইউনিয়নে প্রায় ১৮বছর ধরে ইউপি নির্বাচন হয়নি। কারণ হিসেবে জানাগেছে, ওই ইউনিয়নের কিছু অংশ বোদা পৌরসভা দখলে নেয়ার কারণে সীমানা নির্ধারন ও ভোটার তালিকা সংশোধনের জটিলতা নিরসন করতে ১৮ বছর পেরিয়ে গেছে।
নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, সর্বশেষ ২০০৩ সালে বলরামপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৮ বছর পর এবার ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপের আওতায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে বলরামপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলো।
রবিবার (২৬ ডিসেম্বর) শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
প্রতিদ্বন্দিতায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ৪,৭৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান মোটরসাইকেল প্রতিকে ভোট পেয়েছেন ৩,৮০৩।
অন্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোঃ মোস্তাফিজুর রহমান ঘোড়া প্রতিকে ১,৭১৩ এবং চন্দন কুমার আনারস প্রতিকে ভোট পেয়েছেন ৪৩৭।
এছাড়াও নির্বাচনে সংরক্ষিত আসনে ৩জন মহিলা মেম্বার ও ৯জন সাধারণ ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছেন। বলরামপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২,৮৯৫। এরমধ্যে পুরুষ ভোটার ৬,৩৩৭ এবং মহিলা ভোটার ৬,৫৫৮ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.