ইসলামপুরে স্কুল শিক্ষার্থীদের দেওয়া হল ফাইজারের টিকা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল ৷
ফাইজারের টিকার প্রথম ডোজ উপজেলার ৩৪ হাজার ৮শত ৯৩ শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে৷
জানাগেছে,গত মাসে দেশের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে এই টিকার প্রথম ডোজ দেওয়া হয়৷ তাদের কারও কোনো সমস্যা না হওয়ায় এখন সারা দেশে স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে।
উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম আবু তাহের এতে সভাপতিত্ব করেন। এতে মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হক,উপজেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর,রাহাত পাহলোয়ান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.