আটোয়ারীতে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের শোডাউন


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ চলমান করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে এবং সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামুলক সাইরেন বাজিয়ে মোটরসাইকেল শোডাউন কর্মসুচি পালন করেছে।
পুলিশ সুপার মোহাঃ ইউসুফ আলী’র নির্দেশে আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে থানার সকল পুলিশ অফিসার ও বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্সদের নিয়ে শোডাউন কর্মসুচি পালন করা হয়।
মোটর সাইকেলের বহর ও পুলিশ পিকআপ নিয়ে সাইরেন বাজিয়ে শোডাউনটি থানা থেকে বের হয়ে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় ,প্যারিস সিনেমা রোড হয়ে – কলেজ মোড় – ফকিরগঞ্জ বাজার হয়ে থানায় ফিরে আসে।
এসময় পুলিশ অফিসারগণ পথচারীদের করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে অযথা ঘোরাফেরা না করা, বিনা কারনে ঘরের বাইরে না আসা এবং মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ লকডাউনে সরকারের বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেন।
এসময় অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বিটিসি নিউজকে বলেন, কোরানা ভাইরাস দিনদিন প্রকট আকার ধারন করছে। আটোয়ারীতে এপর্যন্ত ২৯০ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এবং কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৮জন মৃত্যুবরণ করেছে। ইদানিং আটোয়ারীতে কোভিড-১৯ মহামারী সংক্রমন ব্যাপক ভাবে বিস্তার লাভ করছে।
এখনই সতর্ক না হলে পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে। সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আজ পুলিশ জনসচেতনতামুলক শোডাউন কর্মসুচি পালন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.