আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

বিটিসি নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর–পূর্ব বঙ্গোপসাগরের পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই কারণে প্রচুর মেঘমালা সৃষ্টি হয়েছে, যা উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এজন্যে আগামী দুদিন সারাদেশে বৃষ্টিপাত হতে পারে।

দেশের সমুদ্রবন্দর গুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.