আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলা, বাবা ও ছেলে গ্রেফতার

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও আখাউড়া পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, সুমন ভূঁইয়া ও তার বাবা মাহফুজ ভূঁইয়া। তাদের বাড়ি পৌর এলাকার দেবগ্রামে। পরে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করার পর তাদের শনিবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিকিৎসকের পরামর্শ ফি (ভিজিট) চাওয়াকে কেন্দ্র করে একটি ক্লিনিকের এক নারী কর্মচারীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টায় বাধা দিয়ে প্রতিবাদ করলে হামলার শিকার হন বিশ্বজিৎ পাল বাবু।
এ ঘটনার পর ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আশিষ সাহা পাঁচজনের নামসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। 
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম দুজনকে গ্রেফতারের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর জড়িতদের গ্রেফতারে পুলিশের তিনটি টহল দল বের হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই দুজনকে আটক করা হয়। লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি দ্রুত বিচার আইনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.