হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ বিকেলে ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বুদ্ধদেব বাবু।
হাসপাতাল সূত্রের খবর,গত বুধবার থেকে তিনি জ্বরে আচ্ছন্ন ছিলেন এবং গত শুক্রবার থেকে ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। আজ বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করান হয়। এ পর্যন্ত পাওয়া খবরে বুদ্ধদেব বাবুর ফুসফুসে সংক্রমণ ও শরীরে কার্বনডাইঅক্সাইডের মাত্রাও বেশী। সংক্রমণ এতটাই প্রকট তাঁকে নন-ইন্ভেসিস ভেন্টিলেশন সাপোর্টে রাখা আছে। প্রতি ঘন্টায় তাঁর শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছ।
চিকিৎসকেরা জানাচ্ছেন তিনি বিপদ-মুক্ত নন। আজ রাতেই পরিবারের সাথে কথা বলে তাঁকে ইন্ভেসিভ ভেন্টিলেশন সিস্টেমে আনা হতে পারে। আট জনের একটি ম্যাডিকেল বোর্ড ইতিমধ্যেই গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বামফ্রন্ট জামানায় জ্যোতি বসুর পর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এবং ২০১১সাল পর্যন্ত ওই পদে আসীন ছিলেন। পরবর্তী কালে পশ্চিমবঙ্গের জনগন পরিবর্তনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতায় আসীন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.