আইপিএলে ধোনির “ডাবল হান্ড্রেড”

বিটিসি স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলতি আসরটা ভালো যাচ্ছে না ধোনির দল চেন্নাই সুপার কিংসের। তিনবারের শিরোপাজয়ী দলটি যেন এবারের আসরে খেই হারিয়ে ফেলেছে। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৩টিতে। পয়েন্ট টেবিলের যাদের অবস্থান তলানিতে।

দল ডুবেছে। দলের অধিনায়কের অবস্থাও ঠিক তেমনি। অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও যেন সব বেমালুম ভুলে বসে আছেন। ব্যাটে-বলে কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছেন না। দলকে জেতাতে না পারলেও নিজের ব্যক্তিগত রেকর্ড ঠিকই গড়ছেন ধোনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজস্থান রয়্যালসের বিপক্ষে আসরের দশম ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটে হেরে গেছে চেন্নাই। চেন্নাইয়ের দেয়া ১২৫ রানের টার্গেটকে ১৫ বল হাতে রেখে সহজেই উতরে যায় রাজস্থান।

ম্যাচ হারলেও এ ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন ধোনি। আইপিএলের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম ম্যাচে খেলতে নামেন ধোনি। এখন পর্যন্ত বিশ্বের আর কোনো ক্রিকেটার আইপিএলে ২০০ ম্যাচ খেলার কৃতিত্ব দেখাতে পারেননি। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকে চলতি আসর পর্যন্ত প্রতিটি মৌসুমে খেলেছেন ধোনি।

চেন্নাইয়ের হয়ে ১৭০টি এবং রাইজিং পুনের হয়ে ৩০টি ম্যাচ খেলেছেন ধোনি। তবে ধোনির পর দ্বিতীয় অবস্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। এখন পর্যন্ত রোহিত খেলেছেন ১৯৭টি ম্যাচ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.