অহিদুল সভাপতি, মান্নান সম্পাদক বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ২০২৩-২০২৪ মেয়াদে মো. অহিদুল হক (যুগান্তর/অবজারভার) সভাপতি ও মোঃ আব্দুল মান্নান (ইত্তেফাক) সাধারণ সম্পাদক পদে পূনঃ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. ফাইজুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন (দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডল (দেশ রুপান্তর) দপ্তর সম্পাদক সোহেল রানা (ভোরের ডাক), প্রচার সম্পাদক ফারুক হোসেন আপন (বাংলাদেশের খবর), সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমারসংবাদ), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়া দিগন্ত), শিক্ষা সম্পাদক আজহার হোসেন (জনদেশ), তথ্য প্রযুক্তি সম্পাদক রাশেদুল ইসলাম রুবেল (আলোকিত বাংলাদেশ), স্বাস্থ্য সম্পাদক আব্দুল আউয়াল কবিরাজ (খবর পত্র), পরিবেশ সম্পাদক একাব্বর আলী (চলনবিল প্রবাহ),সমাজ সেবা সম্পাদক আব্দুল মজিদ কাজী (নাটোর কন্ঠ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (আলোকিত সকাল), ধর্ম সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম) ক্রীড়া সম্পাদক নুর আলম (উত্তরবঙ্গ বার্তা) এবংকার্য্য নির্বাহী সদস শাওন ভূঁইয়া (গণতদন্ত) ও রাকিবুল ইসলাম (রুপবাণী)।
পরে নবনির্বাচিত পরিষদের পরিচিতি সভায় প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন,বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য শাহ আলম,বড়াইগ্রাম, মাঝগাঁও ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান যথাক্রমে মমিন আলী, আব্দুল্লাহ আল আজাদ দুলাল ও আলী আকবর, জেলা জাসদের সাধার সম্পাদক ডিএম আলম বক্তব্য রাখেন।
সভায় জন প্রতিনিধি, শিক্ষক,সমাজ সেবক, রাজনীতিবিদ ও নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.