অষ্টম দিন’র মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: অষ্টম দিনের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দেশের অন্যতম প্রধান এই ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যানবাহনের চালক ও হাজারো যাত্রী।

ফেরি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা ঝুঁকি নিয়েই লঞ্চ ও স্পিডবোট নদী পার হচ্ছেন।

এদিকে নদীর নাব্য নিরসনে লৌহজং টার্নিং ও পদ্মা সেতুর ২৬ থেকে ২৪ নম্বর খুঁটি পর্যন্ত ড্রেজিং এখনো চলমান আছে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমান বিটিসি নিউজকে জানান, এ পর্যন্ত ৬ লক্ষ ৪০ হাজার ঘন মিটার পলি অপসারণ করা হয়েছে। এরপরও ফেরি সচল করা যাচ্ছে না। লৌহজং টার্নিং চ্যানেলে ৫ এবং পদ্মা সেতু এলাকায় ২টি মোট বিআইডব্লিউটিএর ৭টি এবং পদ্মা সেতুর ১টি ড্রেজার পলি অপসারণ করছে।

তবে কবে নাগাদ ফেরি সচল হবে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.