মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে নৌবাহিনী’র ত্রাণ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: করোনার সময়ে সামাজিক দূরত্ব মেনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা, শিবালয় ও আরুয়া ইউনিয়নের স্থানীয় ৮ শতাধিক বন্যার্ত হতদরিদ্র পরিবারের মাঝে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শিবালয় উপজেলার তেওতা, শিবালয় ও আরুয়া ইউনিয়ন কার্যালয়ের সামনে ৮৯০ পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

এতে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার সোলায়মান কবির, লে. রাশেদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, মো. আলাল উদ্দিন আলাল, মাসুম খান ও ইউপি সদস্যসহ বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.