অবৈধ বালু উত্তোলনের জন্য ৫০০০০ টাকা জরিমানা সহ ২৮টি মামলায় ৬৫২০০ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার মাটি ও মানুষের অভিভাবক মান্যবর জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবদুল মতিন স্যারের নির্দেশে আজ বুধবার (২২শে এপ্রিল) ২০২০ইং গাইবান্ধা জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে,অবৈধ ভাবে বালু উত্তোলন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং করোনা প্রতিরোধে সরকার কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা কালে ২৮ টি মামলায় ৬৫২০০/- টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক জানান, এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। ঘরে থাকুন নিরাপদে থাকুন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.