সরকারী নির্দেশনা অমান্য করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দশটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাউদনগর বাজারে মিজান কসমেটিক্স ১০ হাজার, অনিক সাইকেল মার্ট ২০ হাজার, রূপা কসমেটিক্স ৫ হাজার, রানা জুয়েলার্স ২ হাজার ও পুরানবাজারে বিলাল মিয়ার চা দোকানে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও পুরানবাজারে সুটকি ঢেকে না রাখার কারণে পাঁচ ব্যবসায়ীকে ২০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.