অবশেষে ছাড়ছত্র মিলল পুরীর রথযাত্রার 

কলকাতা প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশে এই বছর পুরীর রথযাত্রা নিষিদ্ধ হয়ে যাওয়ার পর ২০টিব বেশী পিটিশন দিয়ে আদালতে এর বিরোধিতা করা হয় ৷ আজ সোমবার (২২ জুন) তারই শুনানির দিন ছিল ৷
পুরীর রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয় ৷ এর সঙ্গে জড়িয়ে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস ৷ যদি ২৩ জুন রথের চাকা না ঘোরে, অর্থাৎ রথ না টানা হয়, তাহলে তা ১২ বছর পর্যন্ত আর চলতে পারবে না ৷ এমনই রীতি নিয়ম রয়েছে ৷
শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই রথযাত্রার সপক্ষে এই যুক্তি তুলে ধরেন, যে যার মানে দাঁড়ায় এবছর রথ পালন না করা হলে, তা আগামী ১২ বছরও উদযাপন করা যাবে না ৷
 
এমতাবস্থায় পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করা বিজেপি নেতা সম্বিত মহাপাত্রও শীর্ষ আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে আরও একবার পুরীর রথযাত্রা উৎসব নিয়ে ভাবনাচিন্তা করেন আদালত ৷
সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখতে গিয়ে  সলিসিটর জেনারেল তুষার মেহতাআরও বলেন যে, শঙ্কারাচার্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব সেবায়তের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসবে, তারাই উপস্থিত থাকতে পারবেন এই উৎসবে ৷
অন্যরা টিভিতে লাইভ সম্প্রচার দেখবেন ৷ পুরীর রাজা এবং অনুষ্ঠান কমিটি এভাবেই  সব ব্যবস্থা করবেন, যাতে রথের ফলে করোনা সংক্রমণে কোনও প্রভাব না পড়ে ৷
অবশেষে শর্তসাপেক্ষ পুরীতে রথ পালন অনুমতি পাওয়া গেছে তবে শুধুমাত্র পুরীতেই পালন করা যাবে রথ, ওড়িশার অন্য কোথাও  পালন করা যাবে না বলেও নিষেধাজ্ঞা রয়েছে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.