অনন্য নজির- “যুগসাগ্নিক” প্রমাণ করে দিল ইচ্ছাশক্তির কাছে পর্যুদস্ত হয় সমস্ত বিরূপ পরিস্থিতি

 

কলকাতা প্রতিনিধি: অতিমারির মোকাবিলায় যখন গোটা বিশ্ব দিশেহারা, তখন সাহিত্যের অঙ্গনকে এতটুকুও অবদমিত করতে পারেনি কোভিডের নিষ্ঠুর থাবা ৷

এমনই সঙ্কট জনক পরিস্থিতিতে “যুগসাগ্নিক” প্রমাণ করে দিল ইচ্ছাশক্তির কাছে পর্যুদস্ত হয় সমস্ত বিরূপ পরিস্থিতি৷ গত ১৮ ই সেপ্টেম্বর কলকাতার নন্দন প্রেক্ষাগৃহের সামনে “যুগসাগ্নিক” -এর একইসাথে তিনটি সংখ্যার প্রচ্ছদের অর্থাৎ বৈশাখ, শ্রাবণ এবং উৎসব সংখ্যার উদ্বোধন হয় ৷

এই তিন সংখ্যার প্রচ্ছদই স্থান পেয়েছে শারদীয়া প্রচ্ছদের অভ্যন্তরে৷ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব বজায় রেখে ঐদিন উপস্থিত ছিলেন বহু কবি সাহিত্যিক এবং সাহিত্য প্রেমীরা৷ তাঁদের উপস্থতিতে সংস্থার কর্ণধার, কবি, সাহিত্যিক তথা সমাজসেবি শ্রী প্রদীপ গুপ্ত মহাশয় পত্রিকার উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে সেদিন উপস্থিত ছিলেন রুবি বন্দ্যোপাধ্যায়, শংকর চট্টোপাধ্যায়, ভাষ্কর চট্টোপাধ্যায়, প্রবিদ চট্টোপাধ্যায়, অরিজিত বাগচি, কৌশিক চক্রবর্তী, কবি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সৌরভ মুখার্জী এবং পিনাকী রায়, কবি, সাহিত্যিক অজিতেশ নাগ, সুমিতা নাগ, কবি সঞ্জয় গুহঠাকুরতা, ধীমান ভট্টাচার্য, আহ্নিক পত্রিকার সম্পাদিকা পুবালি দেব, এবং যাজ্ঞসেনী পত্রিাকার সম্পাদিকা শম্পা রায় বসু,৷

করোনার আবহে সাহিত্যকে গতি দিতে তাঁদের দ্বিতীয় পদক্ষেপ ছিল গত 18ই অক্টোবর নন্দনের কাছাকাছি “হলদিরাম” বিপনীর অভ্যন্তরে আয়োজিত “যুগসাগ্নিক” -এর শারদীয়া আড্ডার আয়োজন৷ সংস্থার কর্ণধার তথা সম্পাদকের শ্রী প্রদীপ গুপ্তের কন্ঠে শোনা গিয়েছিল দুর্গা পুজো সংক্রান্ত কিছু সাবধান বার্তা ৷

তিনি বারবার বলেছিলেন আত্ম সচেতনতার মধ্যে দিয়েই একমাত্র আমরা সংক্রমণকে প্রতিহত করতে পারব৷ নিজেকে বাঁচাতে পারলে, তবেই দেশ এবং দশকে বাঁচাতে পারব৷ স্বাস্থ্য বিধি মেনে, এদিনও সাহিত্য চর্চা এবং কবিতা পাঠের মধ্যে দিয়ে শারদীয়ার আড্ডা জমে উঠেছিল ৷

এদিনও বহু বিশিষ্টবর্গ উপস্থিত ছিলেন এই আড্ডায়৷ কোভিডের এই পরিস্থিতিতে মানুষ যখন নিজেকে বাঁচাতে ঘরবন্দি তখন সাহিত্যকে ভালোবেসে, সাহিত্যের প্রতি “যুগসাগ্নিক” -এর এই পদক্ষেপ প্রতিটি সাহিত্য প্রেমীে মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে ৷

বিটিসি নিউজের (বাংলাদেশ) পক্ষ থেকে “যুগসাগ্নিক”-এর সাহিত্যের প্রতি এই অনুরাগ এবং কর্মকান্ডকে কুর্ণিশ জানায়৷ এগিয়ে চলুক তাদের জয়যাত্রা ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.