অজান্তেই দাউদ ইব্রাহিমের উপস্থিতি স্বীকার করলো পাকিস্তান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে ব্যবসায়িক সংযোগের জন্য পাকিস্তানি ধনকুবের ফারুক জহুরকে অভিযুক্ত করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। অথচ কিছুদিন আগেই পাকিস্তান বলেছিল দাউদ ইব্রাহিমের অস্তিত্ব সম্পর্কে ধারণা নেই পাকিস্তানের।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
এদিকে ফারুক জহুরের কন্যাদের অপহরণের অভিযোগে এক এফআইআর নথিভুক্ত অবস্থায় আছেন এফআইএ প্রধান সানাউল্লাহ আব্বাসি। এফআইআরে বলা হয়েছে যে পাকিস্তানি ধনকুবের ফারুক জহুর, দাউদ ইব্রাহিমের ব্যবসায়িক অংশীদার।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ফারুক জহুর হচ্ছেন অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী যিনি সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার এবং পাক সামরিক কর্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন বলে জানা গেছে।
পাকিস্তানি গণমাধ্যমের মতে, ফারুক জহুর নরওয়েতে অর্থকেলেঙ্কারির কারণে মোস্ট-ওয়ান্টেড হিসেবে বিবেচিত। এই ফারুক জহুরকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের হাই-প্রোফাইল মিটিংয়েও যোগ দিতে দেখা গেছে তাকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.