রাজশাহীতে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে মহানগর যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার বেলা ১১টায় নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে মহানগর যুবদল। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে মিছিল বের করলে প্রথমে তারা পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাসিন আলী প্রমূখ।

এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সমাবেশ থেকে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের ওপর দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.