রাজশাহীতে বিপুল পরিমান চোলাইমদ-সহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: দিপেন রায় (৩৮), সে রাজশাহীর বাগমারা থানার মহব্বতপুর গ্রামের শান্ত রায়ের ছেলে, একই গ্রামের কড়ি রায় (৫৫), সে মৃত রংলাল রায়ের ছেলে, সাগর কুমার (২৪), মৃত অমর কুমারের ছেলে ও জ্যোতি রায় (৪৮), সে মৃত বাবুল রায়ের ছেলে।
র‌্যাব জানায়, বুধবার ২৪ এপ্রিল দিনগত রাত সাড়ে ১২টায় রাজশাহীর বাগমারা থানাধীন মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০৬ লিটার চোলাই মদ-সহ ৪জনকে গ্রেফতার করা হয়। এ সময় মদ তৈরীর সারঞ্জাম উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসতবাড়ীতে মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন করে বাগমারা থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.