ত্রিশালে আ.লীগ ও বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহ ব্যুরো: বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ। অপরদিকে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা, দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে দুই গ্রুপে বিভক্ত হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপির বিদ্যমান দুই গ্রুপ।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দরিরামপুর বাসস্ট্যান্ড চত্তরে ত্রিশাল উপজেলা যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের যৌথ আয়োজনে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়নের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রুহুল আমীন মাদানী।
এছাড়াও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামছুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাকসুদ খানসহ আরও অনেকে।
অপরদিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা, দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা বিএনপির একাংশ। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডাকবাংলো মোড় হয়ে আবার সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুর রহমান মৃধা, আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, সাধারন সম্পাদক মোশারয় হোসেনসহ আরও অনেকে।
বিএনপির দুই গ্রুপের সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ত্রিশাল পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করে। তবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকায় শেষ পর্যন্ত কোনো হামলার ঘটনা ছাড়াই সকল অনুষ্ঠান শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.