আগামী বছর রামেবি’র অধীনে এমবিবিএস প্রথমবৃত্তিমূলক পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব বলেছেন, আগামী জুলাই মাসে পোস্ট বেসিক নার্সিং শিক্ষার্থীদের প্রথমবর্ষের চূড়ান্ত পরীক্ষা এবং ২০১৯ সালের মে মাসে এমবিবিএস/বিডিএস প্রথমবৃত্তিমূলক পরীক্ষা এ বিশ^বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হবে। এরমধ্য দিয়েই অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধীনে চলবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে অধিভূক্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ্্ টেকনোলজি প্রধানদের সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের পথচলার একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য বলেন, গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরআগে তিনি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নীতিগত সম্মতি প্রদান করেন। উক্ত জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনও পাওয়া গেছে। নগরীর বড়বনগ্রাম মৌজার প্রায় ৮৬ একর জমিতে এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রশাসনিক কাজ এগিয়ে চলছে।
উপাচার্য বলেন, অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত এমবিবিএস, বিডিএস, বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া এবং পরীক্ষাসহ সবধরণের একাডেমিক কার্যক্রমের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সিন্ডিকেট গঠন সম্পন্ন হয়েছে। অধিভূক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠনের কাজ চলছে। বিশ^বিদ্যালয়ের স্থাপত্য নকশার প্রণয়নে আর্কিটেক্ট নিযুক্ত করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের লোগো (মনোগ্রাম) প্রস্তুত করা হয়েছে।
মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মহিবুল হাসান, নর্থবেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম আকতার হোসেন, গাজি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বঙ্গ কমল বসু, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান হোসনে আরা, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মনিজ্জা বেগম, উদয়ন নার্সিং কলেজের অধ্যক্ষ নূশিনা বানুসহ অধিভূক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন। এসময় বক্তারা সিজিপিএ সিস্টেম চালু, পরীক্ষা গ্রহণসহ একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। উপাচার্য তাদের মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবেন বলে আশ^স্ত করেন।
এরআগে সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের পথ চলার একবছর পূর্তি উপলক্ষ্যে অধিভূক্ত প্রতিষ্ঠান প্রধান, প্রতিনিধি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর লক্ষীপুর-সিএন্ডবি, সিপাইপাড়া এলাকা প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.