SUMMER FILM FIESTA -র অসামান্য সাফলতা এবং সারা বিশ্বের চলচিত্র প্রেমী মানুষের চিত্তবিনোদন

কলকাতা প্রতিনিধি: দুদিন ব্যাপি অনু চলচিত্র উৎসব আয়োজিত SUMMER FIM FIESTA -এ ও মোট ৬৯টি ছবি প্রদর্শিত হল সম্পূর্ণ ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে ৷ JUNE মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চলচ্চিত্র উৎসব ৷

কিন্তু কোভিডের পরিস্থিতিতে তা সম্ভব হয়ে ওঠেনি ৷ তারপরই উৎসব কমিটি সিদ্ধান্ত নেন, ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান সম্প্রচারিত করবেন ৷

যেমন ভাবা তেমন কাজ৷ এরপর তাদের নিরলস পরিশ্রমে, অত্তাধুনিক প্রযুক্তির প্রয়োগে পাক্কা দুটি দিন এতগুলো চলচ্চিত্র প্রেমী মানুষের মনপ্রাণ ভরিয়ে দিলেন তাঁরা ৷

প্রতিটি পরচালকের দৃষ্টিভঙ্গি, কর্ম প্রক্রিয়া, বিষয়বস্তুর বৈশিষ্ট্য সব একে ওপেরর চেয়ে একে বারেই ভিন্ন৷ তাই দর্শক টাটাকা ৬৯টা ভিন্ন ছবির আস্বাদ নিতে পেরেছে অবলীলায় ৷

দুটি দিন ৫ এবং ৬ই সেপ্টেম্বর সারা পৃথিবীর মানুষজন এই বৃহৎ কর্মকান্ডের সাক্ষী হয়েছে ৷ গোটা দুটো সন্ধ্যা তাদের মন পরিতৃপ্তিতে ভরে উঠেছে৷ চিত্তবিনোদনের কেন্দ্র হয়ে উঠেছিল SUMMER FILM FIESTA

সামনেই নভেম্বর মাসে একটি ঐতিহপূর্ণ প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে  পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার এমনটাই সিধান্ত নিয়েছে অনুষ্ঠান কমিটি ৷

অণুছবি চলচ্চিত্র কমিটি এবং SUMMER FILM FIESTA--এর প্রতিটি সদস্য এবং চেয়ার পারসেন শ্রী নীলাঞ্জন ভৌমিক, ডিরেক্টর শ্রী বিভাস গুহ, কোডিরেক্টর শ্রীমতী শিল্পী ভৌমিক, পাবলিশার্স হেডে শ্রী শোভন সেনগুপ্ত- সকলকে বিটিসি নিউজের (বাংলাদেশ) পক্ষ থেকে জানাই অকুন্ঠ শুভেচ্ছা ৷

মিডিয়া পার্টনার বিটিসি নিউজের (বাংলাদেশ) www.btcnews.com.bd হিসাবে SUMMER FILM FIESTA– এর এই সাফল্যের অংশীদার হতে পেরে আমরা বাস্তবিকভাবেই আনন্দিত ৷

প্রতিবেদন:- বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.