BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট

রাজশাহীতে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরের শাহমখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় অবস্থিত ইস্পাহানি চায়ের বিভাগীয় অফিসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এ ডাকাতি সংঘটিত হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী জানান, ভোরে প্রাচীর টপকে অফিস প্রাঙ্গণে ঢোকে ডাকাতরা। প্রথমেই দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে হাতুপা ও মুখ বেঁধে অচল করে ফেলে। এরপর দোতলার প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ার তছনছ করে ১ লাখ ৭৭ হাজার টাকা লুট করে।

এ ছাড়া নিচতলায় অবস্থিত বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরও ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায় ডাকাতরা। মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা লুট করে দলটি পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান ওসি মাছুমা মুস্তারী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ