আদমদীঘিতে নাগর নদে বালি উত্তোলনের সময় শ্রমিক নিহত ও পানিতে ডুবে সুইপারের মৃত্যু

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে নাগর নদের তলদেশ থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন সময় বালি চাপায় একরাম হোসেন মানু (৫৫) নামের এক শ্রমিক নিহত ও সান্তাহার স্টেশান সেট পুকুরের পানিতে ডুবে মিঠুন বাঁশফোর (৩৮) নামের এক সুইপারের মৃত্যু হয়েছে। পুলিশ দুই মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এসব ঘটনায় থানায় পৃথক দৃটি ইউডি মামলা হয়।

পুলিশ জানায়, উপজেলার চাঁপাপুর এলাকার এক শ্রেনির বালুদস্যু দীর্ঘদিন থেকেই বাঁধের ধারের মাটি কেটে ও নদের তলদেশ থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে অনেক গ্রাম ও আবাদী জমি হুমকিতে ফেলেছেন। উপজেলা প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চােিলয় বালি উত্তোরনের ও মাটি কাটা সরঞ্জামাদি জব্দ করে অগ্নিসংযোগে পুড়ে ও কিছু ব্যক্তির জরিমানাও করেন। অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় প্রায় ২/৩ বছর গোবিন্দপুরের শহিদুল ইসলাম নামের এক শ্রমিক বালি চাপায় নিহত হন।

এরপরও গত ১৭ অক্টোবর চাঁপাপুরের কালিতলা নামকস্থানে বালি চাপায় কাঞ্চনপুরের একরাম হোনের নামের আরও এক শ্রমিক নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্ঠি করেছে। অপর দিকে সান্তাহার সুইপার কলোনীর জামাতা মিঠুন বাঁশফোরকে গতকাল বৃহস্পতিবার সকালে তার স্শুড় বাড়ীর পার্শ্বের স্টেশান সেট পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। মিঠুন বাঁশফোর দিনাজপুর সদরের বালুবাড়ী এলাকার বাসিন্দা। ওসি মনিরুল ইসলাম বিষয দুটি নিশ্চিত করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.