আদমদীঘিতে গ্রামীণ ফোন টাওয়ারে ব্যাটারী চুরির চেষ্টা

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে গ্রামীণ ফোনের টাওয়ারের নৈশ্য প্রহরির ছেলেকে মারপিট হাত পা ও মুখ বেঁধে ফেলে রেখে মুল মেশিন থেকে বিপুল পরিমান ব্যাটারী খুলে চুরির চেষ্টা করা হয়েছে।

এ সময় স্থানীয় ও টহল পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্বৃত্তরা ব্যাটারী ফেলে পালিয়ে গেলেও তাদের পায়ের বেশ কয়েক জোড়া স্যান্ডেল রেখে গেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়নি

জানাযায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের পার্শ্বে আদমদীঘি তেতুলিয়া গ্রামের রাস্তার নিকট রবি মোবাইল ফোনের টাওয়াররের চত্বরে গ্রামীণ ফোন টাওয়ারের মেশিন বসানো রয়েছে। সেখানে দুইজন নৈশ্য প্রহরি থাকেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টায় ৮/৯ জনের মুখোশ পড়া দুর্বৃত্তরা টাওয়ারের প্রাচীরের কাটা তারের বেড়া কেটে প্রবেশ করে প্রথমে সকল বৈদ্যূতিক আলোর সংযোগ বিচ্ছিন্ন করে নৈশ্য প্রহরি বেলালের ছেলে মাহবুব (১৮) কে মারপিট হাত পা ও মুখ বেঁধে ফেলে রেখে গ্রামীণ ফোনের মুল মেশিনের তালা ভেঙ্গে ২৪টি মুল্যবান ব্যাটারী খুলে নিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় নৈশ প্রহরি বাড়ী থেকে এসে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে গ্রামবাসি ও টহল পুলিশের আগমন টের পেয়ে খুলে রাখা ব্যাটারী ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, টহল পুলিশের ধাওয়া খেয়ে দুর্বৃত্তরদের চুরিতে ব্যর্থ হয়ে পালিয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.