আটোয়ারীতে মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামালকে অসদাচরনের কারণ উল্লেখ করে গত ১২মে ২০২২ তারিখে সাময়িক বরখাস্তের নোটিশ দেন প্রধান শিক্ষক। বরখাস্তের খবর শুনে বিদ্যালয়ের ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে সাথে সাথে সকল ক্লাস বর্জন করে বরখাস্তের আদেশ প্রত্যাহারসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করে।
এব্যাপারে ছাত্রীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিরসনের আশ্বাস দিলে ইউএনও’র আশ্বাসে ছাত্রীরা ক্লাসে ফিরে যায়।
জানাগেছে, অজ্ঞাত কারণে প্রায় তিন মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল করেননি তদন্ত কমিটি। এরই মধ্যে শিক্ষার্থী, অভিভাবক সহ জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুন্ন রাখার স্বার্থে বিষয়টি দ্রুত নিরসনের দাবী নিয়ে দফায় দফায় প্রধান শিক্ষকের সাথে বসেছেন। প্রধান শিক্ষক নিরসনের আশ^াসও দিয়েছিলেন।
কিন্তু ২৭ জুলাই প্রধান শিক্ষক সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমানকে সাফ জানিয়ে দিয়েছেন, সাময়িক বরখাস্তের বিষয়টি সমঝোতা করা সম্ভব নয়। বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক সহ জনপ্রতিনিধিদের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে উঠে সবাই।
এক পর্যায়ে মঙ্গলবার (০৩ আগস্ট) আবারো ফুঁসে উঠে শিক্ষার্থী, অভিভাবক সহ জনপ্রতিনিধিরা মৌলভী শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল সহ আটোয়ারী – বোদা সড়ক অবরোধ করে। এসময় একপর্যায়ে প্রধান শিক্ষক লাঞ্চিত হয়।
খবর পেয়ে পুলিশ পিকআপে আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই দিপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ^স্ত করে সড়ক থেকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। এসময় ৮ম শ্রেণির ছাত্রী শ্রাবনী বলেন, আমরা আন্দোলন করতে আসিনি, আমরা লেখাপড়া করতে এসেছি।
৯ম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা বলেন প্রায় তিন মাস ধরে ধর্ম ক্লাস হয় না। বিজ্ঞান ক্লাস নিচ্ছে অফিস সহকারী। বিদ্যালয়ে অনেক শিক্ষক ঘাটতি, তারপর মৌলভী শিক্ষক বরখাস্ত। আমরা সঠিক শিক্ষকের দ্বারা সঠিক ক্লাসের আশা করি। উম্মে হাবিবা আরো বলেন, আমার জানামতে মৌলভী স্যার নিরপরাধ। মৌলভী স্যারকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে।
অভিভাবক আনারুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, আমরা আমাদের মেয়েদের সুশিক্ষার জন্য স্কুলে পাঠাই। আমার জানামতে মৌলভী শিক্ষক একজন দক্ষ, মেধাবী ও স্পস্টবাদী। ছাত্রীরাও তার সুনাম করে। আমরা স্কুলে চাই শিক্ষা, কারো দ্বন্দ দেখতে চাইনা।
প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী বিটিসি নিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিধিমতে দীর্ঘদিনের প্রক্রিয়ায় মৌলভী শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছে। প্রক্রিয়ার মাধ্যমেই বরখাস্ত প্রত্যাহার সম্ভব।
মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল বিটিসি নিউজকে বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কথা বলতে গিয়ে আমি অপরাধীূ হয়েছি। সত্য কথা বলতে গিয়ে আজ আমি সাময়িক বরখাস্ত হয়েছি। তিনি বলেন, সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হলে আমি নিরপরাধ প্রমানিত হব- ইনশাআল্লাহ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.