*বাধা জয় করেই সাফল্য*—- (ভিডিও)

বিশেষ (কলকাতা) প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার কালিনগর অঞ্চলের অন্তর্গত, পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম।
মাধ্যমিক পরীক্ষার ফল হাতে আসার আগে রিয়া, অর্চনা, সঞ্জীব, চন্দ্রশেখর, প্রদ্যুৎ, সম্পারা সকাল থেকেই চিন্তিত ছিল।
প্রচুর বাধা-বিপত্তি অতিক্রম করে পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের আবাসিকরা যারা মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী ছিলো, সেই মোট ১৬ জনের ভেতর ১৬ জন মাধ্যমিক পরীক্ষার্থীর সকলেই সাফল্যের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
উল্লেখযোগ্য হলো,  স্নেহছায়া শিশু আবাসের দুই আবাসিক অর্চনা মাইতি ও রিয়া মাল দুজনে ৬৩ শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে সাফল্য অর্জন করে।
এই জীবনে এদের সবাইকেই ব্যক্তিগতভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এদের কারো বাবা নেই, মা নেই, বা বাবা মা দুজনে নেই। তবুও এরা যে ধরনের সাফল্য অর্জন করেছে তা এককথায় অভাবনীয়। তাদের এই সাফল্যে আশ্রম চত্বর আজ আনন্দে মুখরিত।
আশ্রমের সম্পাদক তথা কর্ণধার বলরাম করণ বলেন, আগামী দিনে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এদের এগিয়ে নিয়ে যাওয়া আমাদের বিরাট দায়িত্ব। আগামী দিনে এরা যাতে জীবনে প্রতিষ্ঠিত হয় আশ্রম কর্তৃপক্ষ তার জন্য সব রকম্ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আশ্রমে সাজো সাজো রব‌। সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং ফুলের স্তবক ও উপহার দিয়ে সবাইকে শুভেচ্ছা জানানো হয৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.