নিজস্ব প্রতিবেদক: র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী লবন পরিবহনের আড়ালে গাঁজা পরিবহন করার অভিযোগে একজন মাদককারবারীকে আটক করেছে।
শুক্রবার (৯ জানুয়ারী) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, বানেশ্বর ও বাজারের হাইওয়ে রাস্তার উপর একটি কার্গো ট্রাকে লবনের সাথে গাঁজা পাচারের উদ্দ্যেশে দন্ডায়মান আছে। তাৎক্ষনিক র্যাব-৫ রাজশাহী ওই এলাকায় অভিযান চালিয়ে ১শত ২ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৫শত টাকা ও ১৩ হাজার কেজি।
এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী মোঃ হাসানুর রহমান (৩৫)কে আটক করেছে।
সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে।
আটককৃতর বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #















