প্রথম আলোর পক্ষে-বিপক্ষে রাজধানীতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: প্রথম আলোর সম্পাদকের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ থাকে ১ ঘণ্টার বেশি।
এদিকে, একই সময় শাহবাগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
রাষ্ট্রবিরোধী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার (০১ এপ্রিল) সকালে এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড় বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা।
এসময় প্রথম আলো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। মতিউর রহমানের কুশপুতুল দাহ করে শিক্ষার্থীরা।
এদিকে, একই সময় শাহবাগে, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানায় তারা। শামসুজ্জামানকে অবিলম্বে মুক্তি না দিলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
বিকালে একই জায়গায় ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.