৫৯ বিজিবি’র হাতে সোনামসজিদ সীমান্তে ভারতীয় ঔষধ জব্দ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চোরাচালানের গোপন সংবাদে শিবগঞ্জ উপজেলার কামালপুর এলাকার দৌলতপুর থেকে ১৯০০ পিস Tab. Tydol 100 mg জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চালানো হয়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে বিশেষ টহল দল কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ী গ্রামস্থ আম বাগানের মধ্য হতে ১৯০০ পিস Tab. Tydol 100 mg আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ট্যাবলেট এর আনুমানিক সিজার মূল্য-৬৭ হাজার ৯২৫ টাকা।
জব্দকৃত ট্যাবলেট এর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.