৫৯ বিজিবি’র পৃথক অভিযানে সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পৃথক অভিযানে জেলার পৃথক সীমান্ত থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৃথক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর আনুমানিক রাত আড়াইটার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭ মেইন হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য-১ লক্ষ ১৫ হাজার ৬’শ টাকা।
অনদিকে, ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ৩টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মুন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭২ বোতল ফেন্সিডিল এবং ২ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার সিজার মূল্য-৩৮ হাজার ২৫০ টাকা।
এছাড়াও, ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মুন্সি মোমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য-৪০ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিল ও গাঁজা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.