৫৯ বিজিবি’র চকপাড়া সীমান্তে ফেন্সিডিল উদ্ধার


বিশেষ ((চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে জেলা শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের ঊনিশবিঘা এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৯ মে আনুমানিক রাত ২ টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় ঊনিশবিঘা নামক স্থানে ৮-৯ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ৩টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ৪৮৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিল এর সিজার মূল্য-১ লক্ষ ৯৩ হাজার ২’শ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.