৫০০ তম ম্যাচে ‘গার্ড অব অনার’ পেলেন শোয়েব মালিক

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন শোয়েব মালিক। রংপুর রাইডার্সের হয়ে মিরপুরে শুক্রবার ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খেলতে নেমেই ক্যারিয়ারের ৫০০তম ম্যাচে খেলার রেকর্ড স্পর্শ করেন পাকিস্তানের এ অলরাউন্ডার।
৪১ বছর বয়সী শোয়েবের এ বিশেষ দিনে সম্মান জানিয়েছেন সতীর্থরা। মাঠে ঢোকার সময় ‘গার্ড অব অনার’ দেন তারা। অভিনন্দন জানান প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও।
শোয়েবের আগে বিশ্বের মাত্র দুজন ক্রিকেটার টি-টোয়েন্টিতে ৫০০’র বেশি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। সর্বাধিক ৬১৪ ম্যাচ খেলার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডার কাইরন পোলার্ডের। দ্বিতীয় সর্বাধিক ৫৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়ার কৃতিত্বটিও আরেক ক্যারিবীয়র। তিনি হলেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। কাইরন পোলার্ড ৬১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও ৫৬টি হাফসেঞ্চুরিসহ ৩১.০২ গড়ে করেছেন ১১ হাজার ৯১৫ রান। সর্বোচ্চ ১০৬।
এছাড়া ৫৫৬ ম্যাচে ২০টি হাফসেঞ্চুরিসহ ডোয়াইন ব্রাভোর সংগ্রহ ৬ হাজার ৮৯৪ রান। সর্বোচ্চ ৭০ । গড় ২২.৮২। উইকেট ৬১৪টি। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক উইকেটের মালিক তিনিই।
পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক গতকালের ম্যাচের আগে ৪৯৯ টি-টোয়েন্টিতে করেছেন ১২ হাজার ২৮০ রান। সর্বোচ্চ ৯৫। ৩৬.১১ গড়। স্ট্রাইকরেট ১২৭.৪৩। হাফসেঞ্চুরি ৭৫টি। বল হাতে রয়েছে ১৬২টি উইকেটও। পাকিস্তানের হয়ে ১২৪ ম্যাচে শোয়েব মালিক করেছেন ২ হাজার ৪৩৫ রান। সর্বোচ্চ ৭৫। ৩১.২১ গড়। স্ট্রাইকরেট ১২৫.৬৪। হাফসেঞ্চুরি ৯টি। উইকেট ২৮টি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.