৪ দিন কাজ করে ৩ দিন ছুটি, নতুন কর্ম পরিকল্পনার প্রস্তাব জাপানে

(৪ দিন কাজ করে ৩ দিন ছুটি, নতুন কর্ম পরিকল্পনার প্রস্তাব জাপানে–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চাকরি ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য জাপান সরকার এবার নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব দিয়েছে। কর্মদিবস মাত্র চার দিনে নামিয়ে আনতে চাইছে তারা। সপ্তাহের বাকি তিন দিন থাকবে ছুটি।
সম্প্রতি প্রকাশিত জাপানের বার্ষিক অর্থনৈতিক নীতি নির্দেশিকায় নতুন সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে সপ্তাহে গতানুগতিক ৫ দিনের পরিবর্তে কর্মীদের ৪ দিন কাজের সুযোগ দিতে সংস্থাগুলোকে অনুমতি দিতে বলা হয়েছে।
করোনাভাইরাস মহামারি ইতিমধ্যে জাপানি কর্পোরেট অফিসগুলোতে ব্যাপক পরিবর্তন এনেছে। মহামারির সংকট শেষ হওয়ার পরেও নিয়োগকারীরা কর্মীদের নমনীয় কাজের সময়, বাড়ি থেকে কাজের সুযোগ, ক্রমবর্ধমান আন্তঃসংযোগ এবং অন্যান্য উন্নয়নের সুবিধা দেবেন সে বিষয়ে দেশটির রাজনৈতিক নেতারা আশাবাদী।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মদিবস চারদিন হলে প্রতিষ্ঠানগুলো সক্ষম ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে পারবে। পরিবার বা বয়জ্যেষ্ঠ সদস্যদের দেখাশোনা করার জন্যে কাউকে তখন চাকরির সাথে সমঝোতা করা লাগবে না বা চাকরি ছেড়ে দিতে হবে না।
তাছাড়া সপ্তাহে ৪ দিনের কাজ থাকলে মানুষ তাদের পড়াশোনা কিংবা অন্যান্য যোগ্যতা বৃদ্ধিতে অতিরিক্ত মনোযোগ দেওয়ার সুযোগ পাবে। অনেকেই বর্ধিত সময়ে খণ্ডকালীন চাকরিও করতে পারবে। এতে করে প্রকৃতপক্ষে কর্মদক্ষ জনশক্তি তৈরি হবে জাপানে।
কর্তৃপক্ষের মতে, সপ্তাহে একদিন অতিরিক্ত ছুটি পেলে মানুষ অবকাশ যাপনের জন্য সময় বেশি পাবে, নিজেদের মত করে বাইরে খরচ করবে, যা দেশের অর্থনীতিকেই চাঙা করে তুলবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.