৪ কোটি টাকা আত্মসাৎ মামলায় খুলনায় বাবা-ছেলে গ্রেফতার

খুলনা ব্যুরো:  ব্যবসার চার কোটি টাকা আত্মসাৎ মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  আজ সোমবার দুপুর আড়াইটায় নগরীর শের-এ-বাংলা রোডের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ১৫ আগস্ট চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী এম এ মাজেদ সরকার।

গ্রেফতার দুই জন হলেন মামলার প্রধান আসামি মাহমুদুর রহমান ও তার বাবা আব্দুুল কাদের।

মামলার ওপর আসামি মাহমুদুর রহমানের ভাই আরিফুল ইসলাম পলাতক রয়েছে।

সিআইডির এস আই মধুসুধন বর্মন বিটিসি নিউজকে জানান, বাদী ও আসামীরা ২০১০ সাল থেকে অংশিদারী ব্যবসা শুরু করেন। তারা যৌথ হিসেবে লেনদেন করতেন। ৪/৫ মাস আগে আসামিরা ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে বাদিকে বের করে দেন।

পরে তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.