খুলনায় জানমালের নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো:  খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে ‘সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা’ সংক্রান্ত বিভাগীয় সভা আজ সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

খুলনার সরকারি-বেসরকারি দপ্তর, শপিংমলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মসজিদে ইমামদের বক্তব্যদানের আহবান জানানো হয়।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান বিভাগীয় কমিশনার। সভায় ১০ জেলার জেলা প্রশাসকসহ বিভাগীয় পর্যায়ের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.