৪০ জনের বহর নিয়ে ঢাকা ছাড়ল বাংলাদেশ টেস্ট দল

বিটিসি স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। মুমিনুল হকের নেতৃত্বে পাল্লাকেলে দুটি ম্যাচে অংশ নিবে টাইগাররা।
আজ সোমবার (১২ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে লাল-সবুজদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সফরে বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন।
বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই খেলবো। যদিও ঘরের মাঠে শেষ সিরিজটা ভালো করিনি। তবে আমাদের জেতার মতো সামর্থ্য আছে। আমরা চেষ্টা করবো সেরাটা দেয়ার।’
লঙ্কা দ্বীপে পা রেখে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তামিম-মুশফিকদের। তার পর অনুশীলনের আর বাধা থাকবে না। আগামী ২১ ও ২৯ এপ্রিল সাদা পোশাকের ম্যাচগুলো বসবে।
তার আগে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ অংশ নেবে সফরকারীরা। ম্যাচটি হওয়ার কথা রয়েছে ১৭ এপ্রিল।
গেল গত শুক্রবার ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ থকায় বড় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তাছাড়া শ্রীলঙ্কা নেট বোলার দেবে না তাই স্কোয়াডে বাড়তি বোলারও রাখা হয়েছে।
২১ জনের স্কোয়াডের সঙ্গে কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪০ জন রয়েছে এই বহরে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.