কক্সবাজার বিমানবন্দর এলাকায় মিললো গুলির বস্তা!

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে
গতকাল রবিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে এইসব গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
জানা যায়, বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করা হচ্ছিল। সেই মাটি ভরাট ও খোঁড়াখুড়ির একপর্যায়ে বস্তাভর্তি এইসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা কর্তৃপক্ষকে জানায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বিমানবাহিনীর কর্মকর্তারা। পরে পুলিশকে খবর দিলে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান তারা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিগুলো অনেক পুরনো। ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি।
গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেয়া হবে। তাদের কাছ থেকে রিপোর্ট পেলে বিস্তারিত তথ্য জানানো যাবে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.