যন্ত্রণার হারের পর জরিমানা গুনল দ. আফ্রিকা

বিটিসি স্পোর্টস ডেস্ক: দলের সেরা খেলোয়াড়রা আইপিএল খেলতে দেশ ছেড়ে এখন ভারতে। যে কারণে খর্ব শক্তির দল নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে পেরে উঠছে না দক্ষিণ আফ্রিকা। একের পর এক হার দেখতে হচ্ছে।  
ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু হয়েছে প্রোটিয়াদের।
এমন দুর্দিনেও দুঃসংবাদ এলো প্রোটিয়া শিবিরে। মন্থর গতির ওভারের জন্য জরিমানা করা হয়েছে প্রোটিয়া ক্রিকেটারদের।
জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ১৮৮ রানের বিশাল সংগ্রহ গড়েও পাকিস্তানের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।
সেই ম্যাচে পাক ইনিংসে নির্দিষ্ট সময়ের মধ্যে কুড়ি ওভার শেষ করতে পারেননি স্বাগতিকরা। মন্থর গতির ওভাররেটের হিসাবে এক ওভার পিছিয়ে ছিল হেনরিখ ক্লাসেনের দল।
তাই যন্ত্রণার হারের পর পরই জরিমানার খবর শুনতে হয় প্রোটিয়াদের।
নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ফলে ওই ম্যাচে অংশ নেওয়া দক্ষিণ আফ্রিকা দলের সবাইকে মোট ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।
এর আগে ওয়ানডে সিরিজেও একই শাস্তি পেয়েছিল দলটি। টেম্বা বাভুমার নেতৃত্বে প্রথম ওয়ানডে ম্যাচে মন্থর গতির ওভাররেটের জন্য জরিমানার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে একটি পয়েন্টও হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
(তথ্য সূত্র: টাইমস নাউ নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.