৩০ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ আটক ১২


বাগেরহাট প্রতিনিধি: ৩০ কোটি টাকার ভারতীয় শাড়ী-কাপড়সহ আটক ১২ চোরাকারবারীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার বিকালে বাগেরহাট জুডিশিয়াল মেজিট্ট্রেট আমলী আদালত-৬ এর বিচারক মোঃ আছাদুল ইসলাম এ আদেশ দেন।

জেলে প্রেরিতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার জানখালী এলাকার মৃত সেকেন্দার আলী হাওলাদের ছেলে হারুন হাওলাদার (৪৬), নোয়াখালী জেলার সুবর্নচর থানার জরজব্বর এলাকার মোঃ কালা মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (৩৭), লক্ষীপুর জেলার রামগতী থানার জরআফজাল গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন মাল’র ছেলে মোঃ গিয়াস উদ্দিন মাল (৪৯), একই এলাকার মৃত শাহ জালাল হোসেনের ছেলে মোঃ মোসলেম পাটোয়ারি (৪৭), লক্ষীপুর রামগতী এলাকার শাহ জালালাল পাটোয়ারীর ছেলে আবু পাটোয়ারি (৫১), রামগতী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ বাবু মিয়া (২০), ভোলা জেলার দৌলতখান উপজেলার বয়েজ স্কুল এলাকার আবু কালামের ছেলে মোঃ হুমায়ুন কবির (৩০), লীপুর রামগতী এলাকার আবু তাহেরের ছেলে মোঃ মোসলেউদ্দিন (৩২), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মামুন হোসেন (২২), রেজাউল চৌকিদারের ছেলে আব্দুল কাদের চৌকিদার (৩০), মৃত মোফাজ্জেল হোসেন মালের ছেলে শেখ ফরিদ মাল (৩৬) ও লীপুরের ওবাইদুল হকের ছেলে মোঃ বাহার উদ্দিন (৪৭)।

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ড পশ্চিম, মোংলার সদস্যরা এদের আটক করেন। এসময় চোরাকারবারিদের কাছ থেকে ২০ হাজার ৬‘শ ৯৯ পিচ শাড়ী, ১‘শ ১০ চিপ থ্রী-পিচ ও ৩‘শ ২১ লেহাঙ্গা পিচ জব্ধ করে কোস্টগার্ড সদস্যরা।

যার আনুমানিক মুল্য ৩০ কোটি ১৫ লক্ষ টাকা। কোষ্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.