৩০টি নতুন অত্যাধুনিক জাহাজ যুক্ত হবে রুশ নৌবহরে : পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ‘নেভি ডে’ উপলক্ষ্যে নজরকাড়া এক নৌ-মহড়ায় যোগ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে আরও ৩০টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ রুশ নৌবহরে যুক্ত হবে বলেও ঘোষণা দেন তিনি।
রোববার (৩০ জুলাই) ফিনল্যান্ড উপসাগর এবং নেভা নদীতে ছিলো এ আয়োজন।
এ সময়, প্রেসিডেন্ট পুতিনের সাথে উপস্থিত ছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং রুশ নৌবাহিনীর প্রধান এডমিরাল নিকোলাই ইয়েভ-মেনোভ।
এদিন, ৩ হাজার নৌ সেনার অংশগ্রহণে প্রর্দশিত হয় মনোমুগ্ধকর কসরত। প্রেসিডেন্ট পুতিন সেখানে দেয়া ভাষণে ঘোষণা দেন, এবছর নৌবহরে যুক্ত হচ্ছে ৩০টি নতুন জাহাজ। যার অন্যতম ‘মারকারি মিসাইল করভেট’। যা অত্যাধুনিক এবং শক্তিশালী মিসাইল বহনে সক্ষম। ৩৪৩ ফুট দৈর্ঘ্যের জাহাজে রয়েছে রাডার সিস্টেমও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.