২৪ ঘণ্টায় সৌদি জোটের ৬৪ হামলা, বহু নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় মারিব ও আল-বেদা প্রদেশে মোট ৬৪ হামলায় ২৮০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে।
গতকাল রবিবার (১৬ জানুয়ারি) সৌদি আরব এজেন্সির খবরে বলা হয়েছে, বিমান হামলায় মারিব প্রদেশে ২২০ জনের বেশি হুতি বিদ্রোহী নিহত হয়েছে।
সৌদি জোট গত ২৪ ঘন্টায় মারিবে হুথিদের লক্ষ্য করে ৪৫ বার বিমান হামলা করেছে। কেবল আল-বেদা প্রদেশে ১৯টি হামলায় ৬০ বিদ্রোহীকে হত্যা ১৩টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। তখন থেকে রাজধানী সানা এবং দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশই নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা। এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এই যুদ্ধকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট আখ্যা দিয়েছে জাতিসংঘ।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.