১৮ ডিসেম্বর রাজশাহী মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক: ১৮ ডিসেম্বর রাজশাহী মুক্ত দিবস স্মরণে সমাবেশ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। আজ মঙ্গলবার বিকেলে সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ আয়োজনের কথা থাকলেও বৈরী আবহাওয়াজনিত কারণে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও জননেতা আতাউর স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা রাখেন- প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর শাখার সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী বরজাহান, আশির দশকের ছাত্রনেতা মহানগর জাসদ সভাপতি নরুল ইসলাম হিটলার প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.