১২টি কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ১৮৭, বাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১২টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আংশিক পরীক্ষার্থী ছাড়াই বৃহস্পতিবার মোট কেন্দ্রগুলো মিলে ৫ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে এসএসসির ৬টি কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৩টি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল শাখার ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারে সরকারী সিদ্ধান্তে করোনাকালীন দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসে সকাল ১১টা হতে ১টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী পরীক্ষা নেয়া হয়েছে। উপজেলা সদর ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় আংশিক পরীক্ষার্থী বাদে ৩১১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল মহুমুখী উচ্চ বিদ্যালয়, সাকোঁয়া উচ্চ বিদ্যালয়, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা ভবানীগঞ্জ কারিগরি ও ব্যাবস্থাপনা কলেজ, ভেন্যু চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাটগাঙ্গোপাড়া বিএম কলেজ মিলে ১৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে আসেনি। প্রতিটি পরীক্ষায় কেন্দ্র একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরুত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.