১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন

খুলনা ব্যুরো:  আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের  উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলপুর্ব সমাবেশে বক্তৃতা করেন প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সিবিএ নেতা হুমায়ুন কবির খান, মাওঃলানা হেমায়েত উদ্দিন আজাদী, দ্বীন ইসলাম, মোঃ মুরাদ হোসেন রহমানসহ বিভিন্ন মিলের শ্রমিক নেতারা।
মিছিলটি মহানগরীর খালিশপুর বিআইডিএস রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল. কলেজ গেট হয়ে ক্রিসেন্ট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা এ কর্মসূচী পালন করে।
বক্তারা পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.